ভারত থেকে অবৈধপথে আসার সময় ২৪ বাংলাদেশি আটক
ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে আসার সময় নারী ও শিশুসহ ২৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দিবাগত রাত ১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক হয়। আটককৃতদের মধ্যে চারজন মহিলা, ১৩ শিশু ও সাতজন পুরুষ। আটককৃতদের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার লেবুবাড়ি গ্রামের আটককৃত মো: আব্দুল্লাহ (৩০) ও ফুলতলা গ্রামের মো: শহীদুল্লাহ জানান, তারা প্রায় দুই বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কাজ করার জন্য। বাড়ি আসার জন্য তারা দালালের মাধ্যমে কুশখালী সীমান্ত দিয়ে বুধবার দিবাগত রাত ১২টার দিকে বাংলাদেশে ঢোকেন।
কুশখালী গ্রামের মধ্যে অবস্থানকালে রাত ১টার দিকে বিজিবি তাদের আটক করে বলে তিনি যোগ করেন।
সাতক্ষীরা ৩৮ বিজিবির কুশখালী ক্যাম্পের নায়েক সুবেদার নাছিরউদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
Comments