ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা
ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। ৬৫ বছর আগে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন তারা।
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…” গেয়ে হাজারো মানুষ আজ দিনের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের অন্যান্য স্থানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
ঠিক মধ্যরাতে রষ্ট্রপতি আব্দুল হামিদ ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতির পর ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন তাঁরা।
প্রধানমন্ত্রীর পর স্পিকার ও ডেপুটি স্পিকার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, সংসদের চিফ হুইপ শ্রদ্ধা নিবেদন করেন। তাদের পর সংসদের বিরোধী দলের নেতা তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
রাত দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরবর্তীতে সর্ব সাধারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়।
Comments