মওদুদের বাস করা গুলশানের বাসাটি ভেঙে ফেলছে রাজউক

সোমবার সকালে রাজউকের একদল কর্মী বাড়িটি ভাঙার কাজ শুরু করে। ছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বসবাস করা গুলশানের বাসাটি ভেঙে ফেলার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। বাড়িটির মালিকানা নিয়ে সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর এ মাসের শুরুতে তাকে বাড়িটি থেকে উচ্ছেদ করা হয়েছিল।

বাড়ি ভাঙার কাজের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল সোয়া ৮টার দিকে রাজউকের লোকজন বাড়িটি ভাঙার কাজ শুরু করে।

তিনি বলেন, বাড়িটির কোন নকশা নেই। রাজউকের কোন অনুমোদনও নেই বাড়িটির। এ কারণে ভেঙে ফেলা হচ্ছে।

বাড়িটির নকশা রয়েছে মওদুদের পক্ষ থেকে এমন দাবির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এটা তার ব্যাপার।”

এ ব্যাপারে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন: ‘মওদুদের বাড়ি’: প্রেম ও প্রতারণার গল্প

গত তিন দশক থেকে বসবাস করা বাড়িটি থেকে গত ৭ জুন বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদকে উচ্ছেদ করা হয়। বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৩০০ কোটি টাকা।



Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago