মাঝরাতে বন্ধ হচ্ছে না ফেসবুক, প্রতিমন্ত্রীর আশ্বাস

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ আশ্বাস দিয়ে বলেছেন যে প্রতি রাতে ছয় ঘণ্টার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করছে না সরকার।
facebook

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ আশ্বাস দিয়ে বলেছেন যে প্রতি রাতে ছয় ঘণ্টার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করছে না সরকার।

সচিবালয়ে আজ সাংবাদিকদের ব্রিফিং দেওয়ার সময় তিনি বলেন, “আমরা মন্ত্রীসভাকে বিষয়টি জানিয়েছি।”

তারানা বলেন, “বর্তমান সরকার জনগণকে দেখিয়েছে কিভাবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ সাইটগুলো ব্যবহার করতে হয়। তাই এমন কোন ব্যবস্থা নেওয়া হবে না যা দেশকে ডিজিটালাইজেশনের পথে বাধাগ্রস্ত করে।”

‘শিক্ষার্থী ও যুবক বয়সীদের ভালোর কথা ভেবে’ প্রতি মাঝরাত থেকে ছয় ঘণ্টার জন্য ফেসবুক বন্ধ রাখার বিষয়ে মন্ত্রীসভা বিভাগ একটি চিঠি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায়।

এতে বলা হয়, গভীররাতে ফেসবুকের ব্যবহার শিক্ষার্থীদের পড়ালেখা ও যুবক বয়সীদের কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলছে।

এমন খবর প্রকাশিত হওয়ার পর গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ হৈচৈ পড়ে যায়।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এমন নিষেধাজ্ঞা পছন্দ করছেন না।

বিটিআরসি চেয়ারম্যান দ্য ডেইলি স্টারকে বলেন, “আমাদেরকে বলা হয়েছে যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ফেসবুক বন্ধের কোন পদক্ষেপকে সমর্থন করছেন না।”

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago