মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে এক ব্যক্তি নিহত

মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত হয়েছেন। ছবি: আনিসুর রহমান

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আজ রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রথম আলোর খবরে জানানো হয়, নিহত ব্যক্তির নাম স্বপন (৪০)। আহত অপর দুই জন হলেন নুরুন্নবি ও পলাশ।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির ফারুক বলেন, নির্মাণাধীন মগবাজার-মালিবাগ ফ্লাইওভারে একটি গার্ডার ক্রেনে করে তোলার সময় পড়ে যায়। গার্ডারটি সরিয়ে নেওয়া হয়েছে। সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল শুরু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ পরিদর্শক বাচ্চু মিয়া ও খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের মো মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও রেল পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছিল।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

43m ago