ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
রাজধানীর শের-ই-বাংলা নগরে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হয়েছে। মাসব্যাপী চলা এই মেলায় দেশি প্রতিষ্ঠান ছাড়াও ২০টি দেশের বেশ কিছু কোম্পানি তাদের পণ্য নিয়ে আসছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত বাণিজ্য মেলা চলবে। মেলায় প্রবেশের টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০টাকা ও শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা উদ্বোধন করেন।
এবার মেলা চত্বরে মোট স্টল থাকছে ৫৮০টি। এর মধ্যে ২০টি দেশ থেকে অংশ নেওয়া কোম্পানিগুলোর জন্য ৪৮টি স্টল বরাদ্দ থাকছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মৌরিতাস, নেপাল, জাপান, ভুটান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ভিয়েতনাম ও হংকং থেকে বিভিন্ন কোম্পানি মেলায় অংশ নিবে।
মেলা প্রাঙ্গণে গাড়ি পার্কিং, স্বাস্থ্য সেবা, ট্রাফিক কনট্রোল রুম, মাতৃ ও শিশু সেবা কেন্দ্র, পানি, মসজিদ, অগ্নি নির্বাপণ ও রক্তদানের ব্যবস্থা থাকছে।
২০১৩-১৪ অর্থবছরে রফতানিতে কৃতিত্ব অর্জনকারী মোট ৬৬টি কোম্পানিকে এবারের মেলায় পুরস্কৃত করা হবে। এর মধ্যে ২৯টি কোম্পানিকে স্বর্ণ পদক, ২২টি কোম্পানিকে রৌপ্য পদক ও ১৫টি কোম্পানিকে ব্রোঞ্জ পদক দেওয়া হবে।
Comments