মা, ছেলেসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও শিশুসহ চার জন নিহত হয়েছেন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মা ও তার তিন মাস বয়সী ছেলেও রয়েছেন। আজ সকালে ঘটা এই দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলমনগর গ্রামের পারভিন আক্তার (৩৫), তার ছেলে, পিরোজপুরের মঠবাড়িয়ার নুরুন্নবি, সৈয়দ হোসেন (৩৮) ও বাসের হেলপার হবিগঞ্জের মোমিন মিয়া।

সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইউনুস মিয়া বলেন, আজ সকাল ৭টায় মালিহাটা এলাকায় ঢাকাগামী বাসটির সাথে মাছবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ চার জন নিহত হন। নিহতরা সবাই বাসে ছিলেন।

ওসি আরও বলেন, আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Election possible a week before Ramadan next year: Yunus tells Tarique

He said it will be possible if preparations completed, sufficient progress made in reforms and judicial matters

48m ago