মিরপুরে ‘জঙ্গি আস্তানায়’ ৩ দগ্ধ লাশ
রাজধানীর মিরপুরের মাজার রোডে ছয় তলা বাড়িটি থেকে সন্দেহভাজন তিন জন জঙ্গির দগ্ধ লাশ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত পরশু রাত থেকে ঘিরে রাখা বাড়িটি থেকে একাধিক বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া গিয়েছিল।
আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, সন্দেহভাজন জঙ্গিরা আত্মঘাতী বিস্ফোরণে মারা গেছে। গত রাতে ওই বাড়িটি থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন ধরে যায়। দূর থেকেও এই আগুন দেখা গেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাড়িটির পঞ্চম তলায় তারা তিনটি লাশ দেখেছেন। তবে লাশগুলো দগ্ধ হওয়ায় দূর থেকে তাদের চেনা সম্ভব হয়নি।
র্যাবের ডেপুটি ডিরেক্টর মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, ভবনটির ভেতর অভিযান চালানো হচ্ছে। দুপুর ১টার দিকে শেষ খবর পর্যন্ত এই অভিযান চলছিল। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও ডগ স্কোয়াডের সহায়তায় সকাল সাড়ে ৯টার দিকে আজকের অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজুল রেভান দ্য ডেইলি স্টারকে বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিভিয়ে অভিযানে সহায়তা করছে।
ধারণা করা হচ্ছে ছয় তলা বাড়িটির পঞ্চম তলায় একটি ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছিল। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই ফ্ল্যাটে সাত জন ছিল।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার একটি বাড়ি থেকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সন্দেহভাজন দুই সহোদরকে আটক করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে মিরপুরের বাড়িটিতে অভিযান শুরু করে র্যাব।
Comments