মুম্বাইয়ে পদদলনে অন্তত ২২ জনের মৃত্যু
হঠাৎ মুষলধারায় বৃষ্টি শুরু হলে ব্যস্ত লোকজনদের একটি দল জড়ো হন মুম্বাইয়ের একটি রেল স্টেশনে। সেখানেই ঘটে এমন হৃদয় বিদারক ঘটনা। বৃষ্টির হাত থেকে যারা বাঁচতে চেয়েছিলেন তাঁদের মধ্যে ২২ জনকে প্রাণ হারাতে হলো পদদলনে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত এ শহরটির কেন্দ্রে অবস্থিত এলফিনস্টোন স্টেশনের একটি ওভারব্রিজের ওপর এই পদদলনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুম্বাইয়ের একজন পুলিশ কর্মকর্তা। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও তিনি জানান।
আহতের একজন আকাশ কোতেজা বলেন, হঠাৎ বৃষ্টি শুরু হলে লোকজন নিরাপদ আশ্রয়ের জন্যে একটি ফুটওভার ব্রিজে আশ্রয় নেন। “এ সময় ট্রেন আসছিলো বলে অনেকেই ট্রেন ধরতে চেয়েছিলেন। কিন্তু, কিছু মানুষ বৃষ্টির মধ্যে তাদেরকে জায়গা করে না দেওয়ায় এই পদদলনের সৃষ্টি হয়,” যোগ করেন আকাশ।
তিনি আরও জানান, সাধারণত, দিনের এই সময়টিতে ফুটওভার ব্রিজে ভীড় থাকে। কেননা, ট্রেন থেকে নেমে স্টেশনে অন্য ট্রেন ধরতে এ পথ ব্যবহার করেন যাত্রীরাও।
প্রত্যক্ষদর্শীদের একজন মানিশ মিশ্র বলেন, পুলিশ এবং জরুরি সেবাদানকারী কর্মকর্তারা সময় মতো উপস্থিত না হওয়ায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। তবে কয়েকজন আহত ব্যক্তিকে সেবা দেওয়া মানিশের এমন অভিযোগ নিয়ে মন্তব্য করার মতো তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি।
এদিকে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দীপক সবন্ত বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
Comments