মুশফিকুর রহিমের ঘাড়ের এক্স-রে
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দলপতি মুশফিকুর রহিমকে ওয়েলিংটনের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাঁর ঘাড়ে এক্স-রে করা হয়েছে।
নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভে স্বাগতিকদের বিরুদ্ধে প্রথম টেস্টের শেষ দিনে ব্যক্তিগত ১৩ রানের সময় ডান-হাতি ফাস্ট মিডিয়াম বোলার টিম সাউদির বাউন্সার মুশফিকের মাথায় আঘাত করলে মাটিতে পড়ে যান তিনি। এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মুশফিকের সঙ্গে অ্যাম্বুলেন্সে হাসপাতালে গিয়েছিলে বাংলাদেশ মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। তিনি জানান, “মুশফিকের ঘাড়ে এক্স-রে করা হয়েছিল। রিপোর্ট ভালো।”
এদিকে, সহঅধিনায়ক তামিম ইকবাল বলেন, মুশফিক এখন ভালো আছে। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।
এর আগে বাম-হাতের বুড়ো আঙ্গুলে ব্যথা নিয়েই মাঠে নেমেছিলেন ডান-হাতি মুশফিক। টুকটাক রানও নিচ্ছিলেন, বিশেষ করে, নিল ওয়াগনারের বল থেকে। আর যখনই তিনি বাংলাদেশ দলের প্রয়োজনে দৃঢ় হয়ে দাঁড়ালেন তখনই ছুটে আসলো টিম সাউদির বাউন্সার।
উরুতে আঘাত পাওয়া ইমরুল কায়েসের পর মুশফিকুর হলেন দ্বিতীয় ব্যাটসম্যান যাঁকে হাসপাতালে যেতে হয়েছে।
Comments