মেক্সিকোতে জন্মদিনের অনুষ্ঠানে হামলা, নিহত ১১

mexico killing
মেক্সিকোর হিদালগো প্রদেশে এক জন্মদিনের অনুষ্ঠানে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করা হয়। ছবি: এএফপি

মেক্সিকোতে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে হামলা চালিয়ে দুই শিশুসহ ১১ জনকে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার হামলাকারীরা ছুরিকাঘাতে তাদেরকে হত্যা করে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে।

হিদালগো প্রদেশের প্রসিকিউটর জেভিয়ার রামিরো লারা সালিনাস এক সংবাদ সম্মেলনে জানান, যে ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে সাতজন নারী এবং চারজন পুরুষ।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে বাড়ির মালিক অপহরণ মামলায় জেল খেটেছিলেন এবং নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে কর্তৃপক্ষকে ফোন দিয়ে এই হত্যাকাণ্ডের বিষয়ে সতর্ক করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

Comments

The Daily Star  | English
Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

1h ago