যা না করলে মোস্তাফিজ টেস্টে কার্যকর হবেন না
ওয়ানডেতে বোলিং ভোজবাজির গোটাকয় ঝাঁকিতে আবির্ভাবেই বাজিমাত করেছিলেন মোস্তাফিজুর রহমান। টেস্টের শুরুটাও মন্দ নয়। চোটে পড়ে হারিয়েছিলেন ছন্দ। আবার মাঝে মাঝেই তা ফিরে এসেছে। তবে রঙিন পোশাকের মতো সাদা পোশাকে এখনো অতটা প্রভাব ফেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে পেয়েছেন কেবল তিন উইকেট।
যুবদল থেকে জাতীয় দল। প্রায় পুরোটা সময় কাটার মাস্টারের গুরু ছিলেন সারওয়ার ইমরান। জাতীয় দলের সাবেক কোচ কাছ থেকে দেখেছেন শিষ্যের শক্তি, দুর্বলতা। দক্ষিণ আফ্রিকার পেস বান্ধব পিচেও তার বলে সেভাবে ধন্দে পড়েননি ব্যাটসম্যানরা। ইমরান দ্য ডেইলি স্টারকে বললেন, ‘মোস্তাফিজের টেস্ট যদি ভাল করতে চায় তাকে অবশ্যই ভেতরে বল আনতে শিখতে হবে। মোস্তাফিজ যেটা পারে না।’
দুই টেস্টের তিন ইনিংসে মোট ৬৩ ওভার বল করে মোস্তাফিজ। ২৪১ রান খরচায় তার ঝুলিতে মাত্র তিন উইকেট। ইমরানের মত, ‘টেস্টে ওকে আরামে খেলে। যখন মারার তখন মারে। উপরে বলগুলো কেউ ধরে না ওর। ও যতদিন না ভেতরে বল আনতে পারবে টেস্টে সেরকম কোন কার্যকর হতে পারবে না।’
এ পর্যন্ত আট টেস্ট খেলে মোস্তাফিজের শিকার ২০ উইকেট। পাঁচ উইকেট পাননি একবারও। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকে ৩৭ রানে চার উইকেট নিয়েছেন। ওটাই হয়ে আছে টেস্টে তার সেরা বোলিং ফিগার।
Comments