যুক্তরাষ্ট্রে ‘বর্ণবাদী’ বন্দুক হামলায় ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গুলিতে তিন জন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে ফ্রেনসো শহরে হামলাকারী ওই ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিলেন। নিহতরা সবাই শ্বেতাঙ্গ।
হামলাকারীর নাম কোরি আলি মুহাম্মদ (৩৯)। স্থানীয়ভাবে তিনি ‘ব্ল্যাক জিসাস’ নামে পরিচিত ছিলেন। তবে এই ঘটনার সাথে সন্ত্রাসবাদের সংযোগ নেই বলেই মনে করছে পুলিশ। তাদের ধারনা, বর্ণবাদী কারণে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।
শহরের পুলিশ প্রধান জেরি ডায়ার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত সপ্তাহে একজন নিরস্ত্র মোটেল গার্ডকে গুলি করে হত্যার ঘটনার পর থেকে কোরিকে খুঁজছিল পুলিশ। তিনি বলেন, স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে শহরের কেন্দ্রস্থলের দিকে ঘটনাটি ঘটে। একটি হ্যান্ডগান থেকে এক মিনিটের মধ্যে তিনি অন্তত ১৬ রাউন্ড গুলি চালান। পুলিশের হাতে আটক হওয়ার সময় শহরের রাস্তায় দৌড়াচ্ছিলেন তিনি। পুলিশকে দেখেই তিনি মাটিতে শুয়ে পড়েন। আটক করার মুহূর্তে তিনি আরবিতে ‘আল্লাহু আকবর’ বলেন।
ব্ল্যাক জিসাস নামে পরিচিত ওই ব্যক্তি শ্বেতাঙ্গদের অপচ্ছন্দ করতেন বলে পুলিশ জানিয়েছে।
Comments