রাঙামাটিতে জ্বালানি তেল সংকট, চলছে উদ্ধার অভিযান

রাঙামাটিতে গত এক দশকের মধ্যে ভয়াবহ পাহাড়ধসের পর চলমান উদ্ধার তৎপরতার মধ্যেই সেখানে জ্বালানি তেলের সংকট শুরু হয়েছে। টানা বৃষ্টির পর পাহাড় ধসে সেখানে এখন পর্যন্ত ১০৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আমাদের রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটি সদরে বনরূপা ও রাজবাড়ির গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি তেলের পাম্প আজ সকাল থেকে বন্ধ হয়ে রয়েছে। মাত্র একটি পাম্প খোলা রয়েছে সেখানে। তেলের জন্য প্রচুর মানুষ সেখানে ভিড় করেছেন।
রাঙামাটির সাথে অন্য জেলার যোগাযোগ এখনো বন্ধ হয়ে রয়েছে। পাহাড়ধসের পর বিভিন্ন রাস্তায় মাটি জমে যাওয়ায় সেখানে বাস চলাচল বন্ধ আছে।
আগামী এক দুদিনের মধ্যেই রাঙামাটিতে খাদ্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। যোগাযোগের সমস্যার কারণে খাদ্য মজুদ নিয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন, আজ সকালে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে।
Comments