রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্য।
আজ বিকাল ৩:০৯ মিনিটে ঢাকায় প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়। প্রথমে মৃদু কম্পন হলেও শেষ হওয়ার আগে অপেক্ষাকৃত শক্তিশালী কম্পন অনুভূত হয়। এসময় আতঙ্কিত লোকজন বিভিন্ন ভবন ও বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল প্রতিবেশী ত্রিপুরা রাজ্যের আম্বাসা এলাকার ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে ছিলো। সংস্থাটির তথ্য অনুযায়ী, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ৯৯ শতাংশ মানুষ নিরাপদ থাকে।
Comments