রাজশাহীতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার

রাজশাহীর পুলিশ মেস থেকে শনিবার সকালে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা বলেন, নিহত পুলিশ কর্মকর্তা হলেন রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার সরফরাজ আহমেদ।
ইফতে খায়ের আলম জানান, “আজ সকাল ১০টায় সরফরাজের দেহ তাঁর রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন।”
নিহত সরফরাজ পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক ওবায়দুল্লাহর ছেলে বলেও তিনি উল্লেখ করেন।
Comments