রাডার দুর্নীতি মামলায় এরশাদ খালাস

Ershad
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। ছবি: স্টার ফাইল ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদকে রাডার দুর্নীতি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এ মামলায় অপর তিনজন আসামীকেও খালাস দেওয়া হয়েছে।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা আজ এ রায় দেন। তিনি বলেন যে আসামীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন আইনজীবীরা।

গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট ২৪ বছর পুরোনো এই মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষ করতে নিম্ন আদালতকে নির্দেশ দেন।

অধুনালুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ১৯৯২ সালে এ মামলাটি দায়ের করে। ১৯৯৫ সালের ১২ আগস্ট বিচারিক আদালতে এরশাদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অপর আসামীরা হলেন বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ, বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। মামলার শুরু থেকেই মুসা পলাতক রয়েছেন।

অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়ে টমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়।

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

1h ago