রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি জানিয়ে মোদিকে চিঠি লিখবে জাতীয় কমিটি
সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিলের দাবি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখবে আন্দোলনকারীরা।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ১৮ই অক্টোবর চিঠিটি ভারতীয় হাই কমিশনারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে।
কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ আজ ঢাকায় একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সেদিন তারা জাতীয় প্রেস ক্লাব থেকে একটি মিছিল বের করবে বলেও জানানো হয়েছে।
ব্যাপক সমালোচনা এবং পরিবেশবাদীদের আন্দোলন সত্ত্বেও বাংলাদেশ সরকার পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ করে যাচ্ছে।
ইউনেস্কো সহ বিভিন্ন সংগঠন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
Comments