রাশিয়ায় মেট্রোতে বোমা বিস্ফোরণে নিহত ১০

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে ট্রেনে বোমা হামলায় আজ অন্তত ১০ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, বিস্ফোরণের পর নগরীর সব মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
সেন্ট পিটার্সবার্গের গভর্নরের প্রেস সার্ভিসের প্রধান আন্দ্রে কিবিতোভ এক টুইটার বার্তায় জানান, সতেরটি অ্যাম্বুল্যান্স আহতদের চিকিৎসায় কাজ করছে।
বিস্ফোরণের সময় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর সঙ্গে সেন্ট পিটার্সবার্গে বৈঠক করছিলেন। পুতিন বলেন, “বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে।”
সন্ত্রাসী হামলার আশঙ্কাকেও তিনি বিবেচনায় রেখেছেন বলেও সংবাদমাধ্যমকে জানান।
Comments