রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে লাকী আখন্দকে

সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। লাকী আখন্দের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষ থেকে পরিবারকে এ কথা জানানো হয়েছে। শিল্পীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ ১০টায় প্রথম আরমানিটোলা মাঠে লাকী আখন্দের প্রথম জানাজা হয়েছে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সবার জন্য রাখা হবে শহীদ মিনার চত্বরে। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে নিয়ে যাওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই লাকী আখন্দকে শেষ বিদায় জানানো হবে।
গতকাল শুক্রবার দুপুর নাগাদ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যার আগে দ্রুত নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসক লাকী আখন্দকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
Comments