রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে আসাদ: ওয়াশিংটন

সিরিয়ার বিদ্রোহীদের ওপর বাসার আল আসাদ সরকার রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে এমন আশঙ্কা জানিয়ে সোমবার হোয়াইট হাউজ বলেছে এমনটা হলে আসাদ ও তার সেনাবাহিনীকে চরম মূল্য দিতে হবে। সেখানে রাসায়নিক হামলার প্রস্তুতি চলছে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলেও হোয়াইট হাউজের তরফ থেকে জানানো হয়।
হোয়াইট হাউজ থেকে সোমবার যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়, গত ৪ এপ্রিলের রাসায়নিক হামলার আগে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবারও ঠিক তেমনই হচ্ছে। বেসামরিক লোকজনের ওপর বিষাক্ত রাসায়নিক গ্যাস ব্যবহারের অভিযোগ তুলে সেবার সিরিয়ায় একটি বিমান ঘাটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।
হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার বলেন, “আসাদ সরকারের সম্ভাব্য রাসায়নিক হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নজরে এসেছে। এরকম হামলায় শিশুসহ বহু নিরীহ বেসামরিক মানুষ প্রাণ হারাতে পারে।”
“আসাদ যদি ফের রাসায়নিক অস্ত্র দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে তবে তাকে ও তার সেনাবাহিনীকে চরম মূল্য দিতে হবে,” বলেন স্পাইসার।
তবে সিরিয়া সরকারের এমন প্রস্তুতি নিয়ে বিস্তারিত গোয়েন্দা তথ্য বা এর জবাবে যুক্তরাষ্ট্রের পাল্টা পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ওই মুখপাত্র এড়িয়ে যান।
হোয়াইট হাউজের পক্ষ থেকে আসাদকে এমন স্পষ্ট বার্তা দেওয়া হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সেসব নিয়ে ভাবছেন না। হোয়াইট হাউজ থেকে বিবৃতি দেওয়ার পর প্রেসিডেন্টের টুইট থেকে এমনটাই ধারণা করা যায়। বিবৃতির কিছুক্ষণের মধ্যে ২০১৬ সালের নির্বাচন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে ফক্স নিউজে প্রচার করা একটি খবর নিয়েই বরং তাকে টুইটারে ব্যস্ত থাকতে দেখা যায়।
Comments