রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনায় খসড়া চুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্পেন্ট ফুয়েল (ব্যবহৃত জ্বালানি) ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন ও অণুস্বাক্ষর করেছে বাংলাদেশ এবং রাশিয়া। রাশিয়ার একটি প্রতিনিধি দলের ঢাকা সফরকালে গত ১৫ মার্চ চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।
রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে প্রথম পর্বের কাজ শেষে তোলা ছবি। ছবি: আহমেদ হুমায়ুন কবীর তপু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্পেন্ট ফুয়েল (ব্যবহৃত জ্বালানি) ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন ও অণুস্বাক্ষর করেছে বাংলাদেশ এবং রাশিয়া। রাশিয়ার একটি প্রতিনিধি দলের ঢাকা সফরকালে গত ১৫ মার্চ চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।

সম্প্রতি রোসাটমের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা নিকোলাই স্পাস্কি এবং পরিবেশ, শিল্প ও পারমাণবিক তদারকি (সুপারভিশন) সেবা সংক্রান্ত রুশ ফেডারেল সংস্থার (রসটেকনাদজর) উপপ্রধান আলেক্সি ফেরাপনটভ বাংলাদেশ সফরে আসেন। তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ইগনাতভ এই দলটির সঙ্গে ছিলেন।

রূপপুর সফরের পাশাপাশি তারা বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান নাঈয়ুম চৌধুরী এবং পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মো মনজুরুল হক এবং প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এএসই গ্রুপ অব কোম্পানিজের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যবহৃত জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রস্তুতি পর্বের বিভিন্ন কাজ নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

এ বছরের জুন-জুলাই মাসে রাশিয়ার রাজধানী মস্কোতে যৌথ সমন্বয় পরিষদের পরবর্তী বৈঠক হবে। ওই বৈঠকে শিডিউল কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত প্রাথমিক একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে।

Comments