রোহিঙ্গাদের জন্য আরও ১০০০ একর বনভূমি বরাদ্দ হবে

কুতুপালং শরণার্থী ক্যাম্পে শিশু কোলে এক রোহিঙ্গা নারী। ছবি: এএফপি

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সম্প্রসারণে আরও এক হাজার একর বনভূমি বরাদ্দ করবে সরকার। এ নিয়ে ক্যাম্পটির মোট জমির পরিমাণ দাঁড়াবে তিন হাজার একর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আজ এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মায়া বলেন, সব রোহিঙ্গাকে এক ক্যাম্পের আওতায় আনতে নতুন করে ওই জমি বরাদ্দ দেওয়া হবে।

১৯৭৮ সালের পর থেকে যেসব রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তারা এখন বিচ্ছিন্নভাবে অনেকগুলো ক্যাম্পে অবস্থান করছেন। তাদেরকেই এখন এক ক্যাম্পের আওতায় আনার কথা ভাবছে সরকার।

তিনি বলেন, এখন পর্যন্ত সেখানে ৭৫ হাজারের বেশি শেড নির্মাণ করা হয়েছে। সব রোহিঙ্গাকে ওই ক্যাম্পে জায়গা দিতে সেখানে মোট দেড় লাখ শেড নির্মাণ করবে সরকার।

রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি না করার ব্যাপারেও আজ সতর্ক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিনি জানান, গত ২৫ আগস্ট থেকে ৪ অক্টোবরের মধ্যে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago