রোহিঙ্গাদের নৌকা ডুবে ১০ শিশুসহ নিহত ১২

Rohingya Refugee Crisis
মিয়ানমার থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কক্সবাজারে পৌঁছানোর পর শারীরিক অবসাদে তীরের কাছেই বসে পড়েন এক রোহিঙ্গা নারী। ছবিটি গত ১ আগস্ট শাহপরীর দ্বীপে তোলা হয়। ছবি: রয়টার্স

নাফ নদীতে রোহিঙ্গাদের নৌকা ডুবে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনই শিশু বয়সী। গত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার এর কক্সবাজার প্রতিনিধি জানান নিহতদের মধ্যে ১০ শিশু ছাড়াও এক নারী ও এক পুরুষ রয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুদ্দিন খান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত রাত সাড়ে ৯টার দিকে রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ছিল নৌকাটিতে। শাহ পরীর দ্বীপে জেটির কাছে আজ সকালে ১০টি লাশ উদ্ধার করা হয় বলে তিনি জানিয়েছেন।

গত রবিবার রাতেও নৌকাডুবির ঘটনায় দুই রোহিঙ্গা নিহত ও ১৮ জন নিখোঁজ হয়েছিলেন।

মিয়ানমারের রাখাইন ছেড়ে বাংলাদেশে আসার পথে এখন পর্যন্ত নৌকাডুবে ১৪৩ জন নিহত হয়েছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

Meanwhile, fresh series of explosions were reported in the Iranian capital Tehran, as per AFP journalist

1d ago