লন্ডনে মসজিদ ফেরতদের ওপর গাড়ি নিয়ে হামলা, নিহত ১
লন্ডনে মসজিদ ফেরত লোকজনের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। ব্রিটেনের মুসলমানদের একটি সংগঠন বলেছে, ইসলামভীতি থেকে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
এক বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশ জানায়, “ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।” সন্ত্রাস দমন কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন।
ঘটনাস্থল থেকে আহত আট জনকে তিনটি আলাদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও সামান্য আহত দুজনকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
LATEST on #SevenSisters Road #FinsburyPark incident. One person has died. Counter Terrorism Command investigating. https://t.co/S5whFriU3Z pic.twitter.com/PKHfgCI345
— Metropolitan Police (@metpoliceuk) June 19, 2017
ব্রিটেনের মুসলিম কাউন্সিল জানায়, উত্তর লন্ডনে ফিনসবারি পার্ক মসজিদে নামাজ শেষে লোকজন বের হওয়ার সময় তাদের লক্ষ্য করে গাড়ি চালিয়ে দেওয়া হয়। ব্রিটেনের সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে এটি একটি।
প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে বিষয়টিকে দেখছে পুলিশ। আজ দিনের পরবর্তী সময়ে এ সংক্রান্ত একটি জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।
ঘটনাস্থল থেকে গাড়িটির চালকের আসনে থাকা ৪৮ বছর বয়সী হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে লোকজন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Comments