শক্তিশালী ভূমিকম্পে মেক্সিকোয় দুই শতাধিক নিহত

এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মত শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো। এখন পর্যন্ত সেখান থেকে ২১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিখটারস্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী মেক্সিকো সিটিতে। ব্যাপক জনবহুল শহরটিতে বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে থেকে জীবিতদের উদ্ধারে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এসময় বিভিন্ন ভবন থেকে আতঙ্কিত হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন।
মেক্সিকো সিটির মেয়র মিগুয়েল এঞ্জেল মানসেরা জানিয়েছেন, ৪৪টি ভবন বিধ্বস্ত বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস পাইপলাইনে ছিদ্র হয়ে অনেক জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে।
এক মাসের মধ্যে মেক্সিকোয় এটি দ্বিতীয় ভূমিকম্প। এ মাসের শুরুতে ৮.১ মাত্রার ওই ভূমিকম্পে কমপক্ষে ৯০ জন মারা যায়।
Comments