শরীফকে বরখাস্তের তদন্তে হাইকোর্টের আদেশ ১৩ মার্চ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে বরখাস্তের অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আদেশ দিতে আগামী ১৩ মার্চ তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।
আবেদনকারীদের আইনজীবী এবং দুদককে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রাসঙ্গিক নথিপত্র জমা দিতে বলেছেন হাইকোর্ট বেঞ্চ।
রিট আবেদনকারীদের পক্ষে আজ শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
গত ২৩ ফেব্রুয়ারি আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের নেতৃত্বে ১০ জন আইনজীবী এই রিট আবেদন করেন। তারা কমিশনের স্বাধীন ও নিরপেক্ষ ভাবমূর্তি রক্ষার জন্যও হাইকোর্টকে প্রয়োজনীয় আদেশ দেওয়ার অনুরোধ করেন।
আবেদনে তারা কমিশনের স্বাধীন ও নিরপেক্ষ ভাবমূর্তি সমুন্নত রাখতে হাইকোর্টকে প্রয়োজনীয় আদেশ দেওয়ারও অনুরোধ করেন।
আবেদনে বলা হয়, শরীফ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ এবং দুদকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিরপেক্ষ ও স্বায়ত্তশাসিত কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
Comments