শরীফকে বরখাস্তের তদন্তে হাইকোর্টের আদেশ চেয়ে ১০ আইনজীবীর রিট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার কারণ খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।
আজ বুধবার আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের নেতৃত্বে আইনজীবীরা এই রিট আবেদন করেন। তারা কমিশনের স্বাধীন ও নিরপেক্ষ ভাবমূর্তি রক্ষার জন্যও হাইকোর্টকে প্রয়োজনীয় আদেশ দেওয়ার অনুরোধ করেন।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার কারণ খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে দুদকের মামলা বিচারের এখতিয়ার সম্পন্ন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দেন এই ১০ আইনজীবী।
তবে, গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাদের চিঠি খারিজ করে দেন এবং দুদকের এই কার্যক্রমে তারা সংক্ষুব্ধ হলে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করতে বলেন।
একইসঙ্গে শরীফ উদ্দিনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি নির্দেশনা দিতে আদালতের আদেশ চাওয়া হয়েছে।
Comments