শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে

fire at Dhaka airport
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুরে (১১ আগস্ট) আগুন নিভানোর কাজে নিয়োজিত দমকল বাহিনীর সদস্যরা। ছবি: প্রবীর দাশ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, দমকল বাহিনীর ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, আগুনের ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এয়ার কমোডোর গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, “আগুন লাগার ঘটনায় বিমানবন্দরে কোন বড় ধরণের বিপর্যয় ঘটেনি। আমরা ধারণা করছি এয়ার ইন্ডিয়ার অফিসে আগুনের উৎপত্তি ঘটেছিলো।”

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সহকারী সুপারিন্টেনডেন্ট আফতাব উদ্দিন সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন যে এয়ার ইন্ডিয়ার অফিসে বৈদ্যুতিক গোলযোগের কারণে এই আগুন লেগে থাকতে পারে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর পরিচালক ইকবালুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, আগুন লাগার ফলে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিলো। তবে এ কারণে কোন শিডিউল বিপর্যয় ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।

বেবিচক এর জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, এবং বহির্গমনের যাত্রীদের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, “এর ফলে কোন ফ্লাইট বাতিল করা হয়নি। তবে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ছাড়তে কিছুক্ষণ দেরি হয়েছিলো।”

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, আগুনের কারণ জানতে ফায়ার সার্ভিসের একজন উপ-পরিচালককে প্রধান করে তিন-সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

BTRC directs telcos to provide 1GB free internet on July 18

Mobile phone operators have been instructed to notify users in advance via SMS

1h ago