শাহবাগে বিক্ষোভ: ১,২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গত ২০ জুলাই শাহবাগে পুলিশের সংঘর্ষের ঘটনায় আজ অজ্ঞাত ১,২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, “বিক্ষোভ চলাকালে পুলিশের কাজে বাঁধা দেওয়ায় অজ্ঞাত ১,০০০ থেকে ১,২০০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।”
উল্লেখ্য, পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা গত ২০ জুলাই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘটের মাধ্যমে বিক্ষোভ করছিলেন। সেসময় পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি-চার্জ করে ও কাঁদানে গ্যাস ছোঁড়ে।
এতে অন্তত চার জন শিক্ষার্থী আহত হন। পুলিশে সেখান থেকে বেশ কয়েকজনকে আটকও করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজ।
আরও পড়ুন: শাহবাগে পুলিশের সাথে ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
Comments