শিশু রাকিব হত্যা: মৃত্যুদণ্ড কমিয়ে ২ জনের যাবজ্জীবন

খুলনায় ১৩ বছরের শিশু রাকিব হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। ২০১৫ সালের আগস্ট মাসে কমপ্রেসর যন্ত্র দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রাকিবকে হত্যা করা হয়েছিল।
সাজাপ্রাপ্ত ওমর শরীফ ও মিন্টু দুজনকেই ৫০ হাজার করে টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাবাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি মো জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এই রায় দেন।
২০১৫ সালের ৮ নভেম্বর রাকিব হত্যা মামলায় প্রধান দুই আসামী শরীফ ও মিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিল খুলনার আদালত। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে তারা আলাদাভাবে হাইকোর্টে আপিল করেন।
মিন্টু ও শরিফের গ্যারাজে কাজ করত রাকিব। কাজ পরিবর্তন করায় তারা রাকিবকে নগ্ন করে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করেন।
কমপ্রেসারের বাতাসের চাপে রাকিবের ইন্টেস্টাইন ও ফুসফুস ফেটে যায়। শিশু হত্যার এই ঘটনা সেসময় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।
Comments