শুভ্র দেব, মাতলুব, নাসির চৌধুরী পেলেন মাদার তেরেসা পুরস্কার

ভারতের অন্যতম সেরা স্বীকৃতি মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেলেন তিন বাংলাদেশি। সংগীতের জন্য শুভ্র দেব, দেশের উন্নয়নে ব্যবসা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ এবং ব্যবসার মাধ্যমে সমাজসেবা বিভাগে পেয়েছেন গ্রীণ ডেল্টা গ্রুপের কর্ণধার নাসির এ চৌধুরী।
Subhra Dev
ভারতের মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করছেন সংগীতশিল্পী শুভ্র দেব। ভারতের অন্যতম সেরা এই স্বীকৃতি পেয়েছেন তিন বাংলাদেশি। অন্য দুজন হলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ এবং গ্রীণ ডেল্টা গ্রুপের কর্ণধার নাসির এ চৌধুরী। ছবি: স্টার

ভারতের অন্যতম সেরা স্বীকৃতি মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেলেন তিন বাংলাদেশি। সংগীতের জন্য শুভ্র দেব, দেশের উন্নয়নে ব্যবসা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ এবং ব্যবসার মাধ্যমে সমাজসেবা বিভাগে পেয়েছেন গ্রীণ ডেল্টা গ্রুপের কর্ণধার নাসির এ চৌধুরী।

রবিবার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট হলে সাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তাঁদের এ সম্মাননা তুলে দেওয়া হয়।

নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেব। তাঁর গানের জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যেও অনেক। এই সংগীতশিল্পী জানালেন, “খুব ভাল লাগছে এমন একটি সম্মান পেয়ে। মাদার তেরেসার মতো একজন গুণী মানুষের নামে এই পুরস্কার – ভাবতেই চোখে জল আসছে।”

মানবতার কল্যাণে জীবন উৎসর্গ করে যে মানুষটি বিশ্বের প্রতিটি মানুষের মনে শ্রদ্ধার জায়গা করে নিয়েছেন – সেই মাদার তেরেসার নামে এই সম্মাননাকে বাংলাদেশের মানুষের গর্ব বলে মনে করেন ব্যবসায়ী নেতা মাতলুব আহমাদ।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, “২০০৬ সালে এই সম্মাননা পেয়েছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আমরা বাংলাদেশের তিনজন এই পুরস্কার পাচ্ছি। এটা আমাদের গর্ব, বাংলাদেশের মানুষে গর্ব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ যেভাবে উন্নয়নের রাস্তায় এগিয়ে যাচ্ছে সেটা ভারতের কাছেও অনুকরণীয়।”

এই সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফরের কথা উল্লেখ করে বলেন, “ভারতের প্রধানমন্ত্রীও বারবার বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি ভারতের জন্যে অনুকরণীয় বলে উল্লেখ করেছিলেন।”

বাংলাদেশ থেকে গতবছর এই পুরস্কার পেয়েছিলেন বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান।

এর আগে ২০০৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সম্মানে ভূষিত করা হয়। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন পরবর্তীতে।

২০০০ সাল থেকে কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দিয়ে আসছে বলে জানান কমিটির সভাপতি এ অরুণ বিশ্বাস। এবার মোট ৩২ জনকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এর মধ্যে বাংলাদেশি তিনজন রয়েছেন।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

7h ago