শ্রীনগরে অস্ত্রসহ আটক ২
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ ওয়াসিম আহমেদ স্বপন ওরফে কালা স্বপন (৩৫) এবং সহযোগী আল আমিনকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।
রবিবার গভীর রাতে উপজেলার কাদুরগাও গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল। তাদের কাছ থেকে অস্ত্র বিক্রির সাড়ে ৪ লাখ টাকা ও একটি হরিণের চামড়া জব্দ করেছে র্যাব।
কয়েকদিন আগে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এর পরপরই অস্ত্র উদ্ধারের জন্য মাঠে নামে র্যাব।
পুলিশ জানায়, গত ২৬ মার্চ সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার কবির গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়। গোলাম সারোয়ার কবির গ্রুপের দায়ের করা মামলার প্রধান আসামী কালা স্বপন। কোলাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কদুরগাও গ্রামের শেখ আয়নাল হোসেনের পুত্র।
র্যাবের ভাগ্যকূল ক্যাম্প কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর ভাগ্যকূল ক্যাম্পের একটি দল স্বপনের ঘরে তল্লাশি চলিয়ে অবৈধ পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে। এসময় র্যাব স্বপন ও তার সহযোগী আল আমিনকে গ্রেফতার করে। এই ঘটনায় অস্ত্র আইনে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Comments