আগাম নির্বাচনে ঝুলন্ত সংসদ পেল যুক্তরাজ্য

theresa may
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে আজ (৯ জুন) লন্ডনে দলের প্রধান কার্যালয় ছাড়ছেন। ছবি: রয়টার্স

প্রাথমিক হিসেবে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালো ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। তবে দলটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পেয়ে একক বৃহত্তম দল হিসেবে সক্রিয় রয়েছে ক্ষমতার লড়াইয়ে।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে যুক্তরাজ্যের সংসদ “হাউজ অব কমনস”-এর ৬৫০টি আসনের মধ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে’র দল পেয়েছে ৩১৩টি আসন।

প্রধান বিরোধীদল লেবার পার্টি পেয়েছে ২৬০টি আসন। অন্যান্য বিরোধীদলের মধ্যে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) পেয়েছে ৩৫টি এবং লিবারেল ডেমোক্রেট দল পেয়েছে ১২টি আসন। এর ফলে, একটি ঝুলন্ত সংসদ পেল দেশটি।

লেবার নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী মের পদত্যাগ দাবির প্রেক্ষিতে মে বলেন, “দেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে স্থিতিশীলতা।” এবং তাঁর দলই (কনজারভেটিভ পার্টি) সেই স্থিতিশীলতা “নিশ্চিত” করতে পারে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচনের ফলাফলকে মের জন্যে একটি “লজ্জা” হিসেবে উল্লেখ করেছেন। কেননা, কনজারভেটিভ দলের এই নেতা সংসদের মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই দেওয়া নির্বাচনে দেশবাসীকে আহ্বান করেছিলেন ভোটের মাধ্যমে তাঁর হাতকে শক্তিশালী করতে, যাতে তিনি বলিষ্ঠভাবে ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দর কষাকষি করতে পারেন। কিন্তু, নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নিজের দেশেই অনেকটা বেকায়দায় পড়েছে থেরেসা মের দল।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

UN says cross-border aid to Myanmar requires approval from both govts

The clarification followed Foreign Adviser Touhid Hossain's statement on Sunday that Bangladesh had agreed in principle to a UN proposal for a humanitarian corridor to Myanmar's Rakhine State

1h ago