সাবেক জেএমবি প্রধান সাইদুরের সাড়ে ৭ বছরের কারাদণ্ড

saidur
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমান। ছবি: ফাইল ফটো

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমানকে সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

আদালত সাইদুরের অপর দুই সহযোগী এবং জেএমবি-র সক্রিয় সদস্য আব্দুল্লাহ হেল কাফি এবং তার স্ত্রী আয়েশা আক্তারকেও একই মেয়াদের শাস্তি দিয়েছেন। এই দুজন আসামিই পলাতক রয়েছেন।

এছাড়াও, সব আসামিকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের জেলের আদেশও দেওয়া হয়েছে।

২০১০ সালের ২৫ মে পুলিশ তাদেরকে রাজধানীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন। সেসময় বিপুল পরিমাণের বোমা বানানোর সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র এবং জেহাদি বইও উদ্ধার করে পুলিশ।

এরপর, কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার নথিতে বলা হয়, সাইদুর ও তার সহযোগীরা সন্ত্রাসী কাজের মাধ্যমে সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছিল।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

12h ago