সাবেক থাই প্রধানমন্ত্রী ইংলাকের ৫ বছরের কারাদণ্ড

Yingluck Shinawatra
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ছবি: রয়টার্স ফাইল ফটো

কৃষকদের ধান উৎপাদনে ভর্তুকি দেওয়ার সরকারি কার্যক্রমে অবহেলার দায়ে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

আজ (২৭ সেপ্টেম্বর) এ রায় দেওয়া হয়।

গত ২৫ আগস্ট রায় দেওয়ার দিনে আদালতে উপস্থিত থাকার কথা ছিলো ইংলাকের। সে অনুযায়ী তাঁর কয়েক হাজার সমর্থক জড়ো হয়েছিলেন আদালত প্রাঙ্গণে। কিন্তু, সাবেক এই প্রধানমন্ত্রীর সহযোগীরা সেদিন জানান যে কঠোর শাস্তির ভয়ে ইংলাক গোপনে দেশ ছেড়েছেন। এরপর পিছিয়ে যায় রায় ঘোষণার দিন।

গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় যে থাই নেত্রী ইংলাক দুবাইয়ে তাঁর ভাই ও থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ব্যবসায়ী থাকসিন সিনাওয়াত্রার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

২০১১ সালে নির্বাচনে জয় লাভ করার পর ইংলাক ধানে ভর্তুকি দেওয়ার কার্যক্রম হাতে নিলে তা কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কিন্তু, ২০১৪ সালে সেনা অভ্যুত্থানের ফলে দেশটিতে গণতান্ত্রিক সরকারের পতন হয়। সেনা শাসকরা অভিযোগ তোলে যে ইংলাকের ধানে ভর্তুকি কার্যক্রমের ফলে দেশের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago