সিইসির পদত্যাগ চাইলেন কাদের সিদ্দিকী
বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার পদত্যাগ চেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।
আজ সকালে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, “বক্তব্য প্রত্যাহার করে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত।”
গতকাল রোববার বিএনপির সঙ্গে সংলাপে সিইসি কে এম নুরুল হুদা বিএনপি প্রতিষ্ঠাতার প্রশংসা করে বলেন, “জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ নির্বাচন কমিশনের সদস্যদের সাথে সংলাপে বসে কৃষক শ্রমিক জনতা লীগ। এই বৈঠক থেকে বের হয়েই তিনি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা না করেই তিনি ওই মন্তব্য করেছেন এবং আমরা তার বক্তব্যের সাথে একমত নই।
সংলাপে আগামী নির্বাচন নিয়ে ১৮ দফা দাবি তুলে ধরেছে কৃষক শ্রমিক জনতা লীগ।
Comments