সিলেট অভিযান: আতিয়া মহলে আগুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় অবস্থিত জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’-এ গোলাগুলির কারণে আজ দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে।

বাড়িটির নিচতলা থেকে দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সে দিকে ছুটে যান।

আমাদের সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সেনাবাহিনীর সদস্যদের আক্রমণের প্রস্তুতি নিতে দেখা যায়।

এর আগে দুপুর দেড়টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাউড স্পিকারে জঙ্গিদের আত্মসর্মপনের জন্য আহ্বান জানান।

জঙ্গি আস্তানায় অভিযানের চতুর্থ দিনে আজ সকালে তীব্র গোলাগুলি শুরু হয়। নিরাপত্তারক্ষীরা বাড়িটির আশপাশে পাঁচ কিলোমিটার এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টি করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল ৬টার দিকে গোলাগুলি শুরু হয়ে তা থেমে থেমে চলতে থাকে।

এরইমধ্যে, দক্ষিণ সুরমা উপজেলায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর ফলে সেই এলাকায় খাবারের তীব্র সংকট সৃষ্টি হয়েছে।

গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জঙ্গি আস্তানায় সেনা নেতৃত্বাধীন যৌথ অভিযানে দুজন জঙ্গি নিহত হয়েছেন।

`অপারেশন টোয়াইলাইট’-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান আরও জানান, অভিযান এখনো চলছে এবং কখন শেষ হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা, তারা বেসামরিক লোকজনকে নিবাপদে সরিয়ে নেওয়াটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

অভিযান চলাকালে রকেট লাঞ্চার, বিস্ফোরক ও শেল ব্যবহার করা হয়েছে বলেও ফখরুল আহসান গতকাল জানান।

গত শুক্রবার শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত দুজন জঙ্গি এবং দুজন পুলিশ অফিসারসহ মোট আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪০ জন।

Comments

The Daily Star  | English

BTRC directs telcos to provide 1GB free internet on July 18

Mobile phone operators have been instructed to notify users in advance via SMS

1h ago