সিলেট, রাজশাহীর মেয়র সাময়িকভাবে বরখাস্ত
সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং মোসাদ্দেক হোসেন বুলবুলকে আজ আবারো সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
নিজ নিজ কর্মস্থলে পুনরায় যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো দুটি পৃথক চিঠিতে তাঁদেরকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত জানানো হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবিব আমাদের সিলেট সংবাদদাতাকে জানান, “মেয়র আজ দুপুর আড়াইটার দিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের চিঠি পান।”
মেয়র আরিফ আজ সকাল ১১টার দিকে সিলেট সিটি করপোরেশনের তোপখানা অফিসে কাজে যোগ দেওয়ার পর এমন নির্দেশনা আসে।
এদিকে, রাজশাহী সিটি করপোরেশনের উপ-সচিব মুহাম্মদ আনোয়ার পাশা আমাদের রাজশাহী সংবাদদাতাকে জানান, রাজশাহীর মেয়রকে আজ একই ধরনের চিঠি দেওয়া হয়েছে।
এর আগে, ২০১৫ সালের ৭ জুন বুলবুলকে অন্য একটি মামলার কারণে বরখাস্ত করা হয়েছিল।
আরিফের বিরুদ্ধে সিলেটে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, বুলবুলের বিরুদ্ধে রাজশাহীতে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।
উল্লেখ্য, আরিফ এবং বুলবুল দুজনই বিএনপির কেন্দ্রীয় নেতা।
Comments