সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই
বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন। আজ ভোর ৪টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রাত থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
ল্যাব এইড হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার (কর্পোরেট কমিউনিকেশন) সফিউর রহমান লেনিন দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।
সফিউর জানান, সুরঞ্জিত (৭২) দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। এতে তাঁর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অকেজো হয়ে ফুসফুস কাজ করা বন্ধ করে দিয়েছিল।
সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল ইসলাম জানান, সাবেক রেলমন্ত্রীর মরদেহ হাসপাতাল থেকে প্রথমে তাঁর জিগাতলার বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পৈত্রিক নিবাস সুনামগঞ্জের দিরাইরে তাঁকে দাহ করা হবে।
সুরঞ্জিতের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
সুনামগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সুরঞ্জিত। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
Comments