সেমিফাইনালে বাংলাদেশ

আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশের পরবর্তী খেলা।
টুর্নামেন্টের দশম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ৪০ রানে হেরেছে অস্ট্রেলিয়া। তাই তিন ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে প্রথমবারের মত আইসিসির টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করলো মাশরাফির দল। আর গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরও, অস্ট্রেলিয়ার বিপক্ষে অংক কষেই খেলতে নামে ইংল্যান্ড। টস জয়ের পর ইংলিশ অধিনায়ক ইয়োইন মরগানের প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত তেমনই ইঙ্গিত দেয়। অস্ট্রেলিয়ার সাথে বোঝাপড়াটাও তাদের অনেক পুরনো। ফলে সেমি ফাইনাল নিশ্চিত হলেও তারা সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়াবে না সেটা বলাই বাহুল্য। তবে ইংল্যান্ড যাই করুক না কেন, স্বাগতিকদের জয়ই একমাত্র কাম্য ছিল বাংলাদেশের।
টুর্নামেন্টে এখন পর্যন্ত বৃষ্টি ভাগ্য বাংলাদেশের সাথেই রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশকে সেমি ফাইনালে উঠতে সবচেয়ে বেশি সহায়তা করেছে। ওই ম্যাচে আর মাত্র চার ওভারের খেলা হলেই বিদায় নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। অগত্যা সেদিন নিজেদের হাত কামড়ানো ছাড়া অস্ট্রেলিয়া দলের কিছু করার না থাকলেও গতকাল বৃষ্টি আইনেই বড় ব্যবধানেই পরাজিত হয়েছে তারা।
আর এদিকেই চেয়ে ছিল টাইগাররা। কারণ এর আগে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেললেও এবারই প্রথম আইসিসির কোন টুর্নামেন্টে সেমি ফাইনাল খেলতে চলেছে বাংলাদেশ। এর জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইগার ভক্তদের।
Comments