স্পিনার আরাফাত সানি গ্রেফতার

arafat-sunny
স্পিনার আরাফাত সানি, ছবি: এএফপি ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট দলের বাঁ-হাতি স্পিনার আরাফাত সানিকে তথ্য-প্রযুক্তি আইনে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালুদ্দিন মীর দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান যে সানিকে সকাল ৯টার দিকে আমিন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গত সপ্তাহে বান্ধবী নাসরিন সুলতানার দায়ের করা এক মামলায় সানিকে গ্রেফতার করা হয়।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)-র প্রধান নির্বাহী নাজিমুদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, “আমরা বিষয়টি দেখছি।”



Click here to read the English version of this news

Comments