হাজারীবাগে ট্যানারি বন্ধ করার নির্দেশ হাইকোর্টের
ঢাকার হাজারীবাগে থাকা সবগুলো ট্যানারিগুলো বন্ধ করে দিতে আজ সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণকারী এসব ট্যানারির গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করে দিতেও সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।
ট্যানারি বন্ধের কাজটি করবে পরিবেশ অধিদপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শককে ট্যানারি বন্ধের কাজে সহায়তা করতে বলা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন।
বেলার রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০০৯ সালের জুন মাসে ট্যানারি হাজারীবাগ থেকে সাভারে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এর জন্য ২০১১ সালের এপ্রিল পর্যন্ত সময় দেন আদালত।
গত বছর ডিসেম্বরে শিল্প সচিব হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ ও ট্যানারি বন্ধ করার সময়সীমা বেঁধে দিয়ে নোটিশ জারি করেন। কিন্তু হাইকোর্টের অনুমতি ছাড়া শিল্প সচিব ট্যানারি স্থানান্তরের সময়সীমা বৃদ্ধি করতে পারেন না উল্লেখ করে ৩ জানুয়ারি আদালতের কাছে আবেদন করে বেলা।
আবেদনের শুনানি শেষে অবিলম্বে হাজারীবাগের ট্যানারি ও তাদের ইউটিলিটি সার্ভিস বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আদালত নির্দেশ দেন বলে দ্য ডেইলি স্টারকে জানান বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
Comments