হুজি প্রধান হান্নান, ২ সহযোগীর ফাঁসি কার্যকর

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তাঁর দুই সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুল এবং দেলোয়ার হোসেনের ফাঁসি আজ রাতে কার্যকর করা হয়।
Huji-leaders
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তাঁর দুই সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুল এবং দেলোয়ার হোসেনের ফাঁসি আজ রাতে কার্যকর করা হয়। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তাঁর দুই সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুল এবং দেলোয়ার হোসেনের ফাঁসি আজ রাতে কার্যকর করা হয়।

২০০৪ সালে যুক্তরাজ্যের তৎকালীন হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার অপরাধে তাঁদেরকে দেওয়া ফাঁসির রায় কার্যকর করা হলো।

গাজীপুরের কাশিমপুর কারাগারে রাত ১০টায় মুফতি হান্নান এবং বিপুলকে এবং একই সময়ে দেলোয়ারকে সিলেট কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

২০০৪ সালের ২৩ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালাল (র.) এর মাজারে জুম্মার নামাজ পড়ার পর জঙ্গিরা বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্যের তৎকালীন হাই কমিশনারের ওপর হামলা চালায়।

২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালত এই ঘটনায় জড়িত থাকার অপরাধে তিন জঙ্গি নেতাকে ফাঁসির আদেশ দেন।

গত বছর ৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জঙ্গি নেতাদের ফাঁসির রায় বহাল রাখেন।

এরপর, রাষ্ট্রপতির কাছে জঙ্গিরা প্রাণ ভিক্ষার আবেদন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী গত রবিবার সাংবাদিকদের জানান যে রাষ্ট্রপতি তাঁদের আবেদন প্রত্যাখান করেছেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago