১ ফেব্রুয়ারি থেকে বেসিস সফটএক্সপো, থাকবে জব ফেয়ার

আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজধানীর শেরে বাংলানগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে তথ্যপ্রযুক্তি মেলা-২০১৭।

বেসিস সফটএক্সপো ২০১৭ শিরোনামে ৪ দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ মেলার এবারের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘ফিউচার ইন মোশন’।

বেসরকারি খাতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক এ মেলায় তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের চাকরির সুযোগ দিতে থাকছে ‘আইটি জব ফেয়ার’।

প্রদর্শনীর সমাপনী দিনে ৪ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ফেয়ার চলবে।

তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) তথ্যপ্রযুক্তি সংক্রান্ত এ মেলার আয়োজন করছে। এটি হবে বেসিসের উদ্যোগে আয়োজিত ১১তম ‘বেসিস সফটএক্সপো’।

বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় আয়োজিত এবারের আইটি জব ফেয়ারে দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের যথোপযুক্ত জনবল খুঁজে নিতে অংশগ্রহণ করবে।

প্রোগ্রামিং, ডিজাইন, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, অ্যাকাউন্টিংসহ বিভিন্ন পদের জন্য আগ্রহীরা সিভি জমা দিতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রদর্শনীর প্রথম দিন থেকেই অনুষ্ঠানস্থলে থাকা নির্ধারিত বক্সে সিভি জমা দেওয়া যাবে। সমাপনী দিনে অনুষ্ঠিত আইটি জব ফেয়ারে সিভি জমাদানকারীরা ও সরাসরি উপস্থিত চাকরিপ্রার্থীরা অংশগ্রহণকারী কোম্পানিগুলোর সাথে সাক্ষাতকার দিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এছাড়াও, আইটি জব ফেয়ারে শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও চাকুরিজীবিদের উন্নত ক্যারিয়ার গাইডলাইন দিতে থাকছে বিশেষ সেমিনার।

সেমিনারে বক্তারা তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে করণীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন।

আগ্রহী যে কেউ অনুষ্ঠানস্থলে কিংবা অনলাইনের নিবন্ধন করে বিনামূল্যে আইটি জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবেন।

বেসিস সফটএক্সপোর ওয়েবসাইট (http://softexpo.com.bd/visitor/registration) ভিজিট করে আগ্রহীরাদের নিবন্ধন করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিগত যেকোনো সফটএক্সপোর তুলনায় বর্ধিত পরিসরে ও নানা আয়োজনে বেসিস সফটএক্সপো ২০১৭ অনুষ্ঠিত হবে।

বেসিসের সদস্য প্রতিষ্ঠানসহ দেড় শতাধিক প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে।

Comments

The Daily Star  | English
BNP demands national election by December 2025

BNP to sue election officials, CECs of last three polls

A three-member BNP team, led by its national executive committee member Salahuddin Khan, will file the complaint

2h ago