২দিন ভোগান্তির পর যান চলাচল শুরু

সরকারের তরফ থেকে “আশ্বাস” পাওয়ার পর নৌমন্ত্রী শাহজাহান খান পরিবহন শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানালে আজ বুধবার বিকেলে দুই দিন ভোগান্তির পর সারাদেশে যান চলাচল শুরু হয়।
Bus
দুই দিন ভোগান্তির পর আজ বুধবার সারাদেশে যান চলাচল শুরু হয়, ছবি: রাফিউল ইসলাম

সরকারের তরফ থেকে “আশ্বাস” পাওয়ার পর নৌমন্ত্রী শাহজাহান খান পরিবহন শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানালে আজ বুধবার বিকেলে দুই দিন ভোগান্তির পর সারাদেশে যান চলাচল শুরু হয়।

দেশব্যাপী জনর্দুভোগ ও পুলিশের সঙ্গে গতকাল রাতে ও আজ সকালে রাজধানীর গাবতলী এলাকায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষের প্রেক্ষাপটে নৌমন্ত্রী শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানান।

পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে সভা শেষে দুপুরে এই আহ্বান জানান নৌমন্ত্রী।

ঢাকা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, “যান চলাচল শুরু করার বিষয়ে যে নির্দেশনা তাঁরা পেয়েছেন তা মেনে চলা হচ্ছে।”

এই নির্দেশনার পর গাবতলী বাস টার্মিনাল থেকে এসকে এন্টারপ্রাইজের একটি বাস দুপুর ৩টা ২০ মিনিটে মানিকগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর একে একে বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যেতে শুরু করে।

এর আগে, নৌমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক সমিতির নির্বাহী সভাপতি শাহজাহান খান মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “পরিবহন মালিক ও শ্রমিকদের বাস্তবতা উপলব্ধি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রী আনিসুল হক আশ্বাস দিয়ে বলেছেন তাঁরা আইনগতভাবে সমস্যা সমাধানে অগ্রসর হবেন।”

এরপর, শাহজাহান খান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন এবং শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

8h ago