বিশ্বজিৎ হত্যা মামলা: ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

Bishwajit Das
২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা হরতালের সময় রাজধানীর বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করা হয়। ছবি: স্টার

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ মামলায় চারজনকে যাবজ্জীবন ও চারজনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

হাইকোর্ট এক রায়ে বাংলাদেশ ছাত্রলীগের দুই সাবেক কর্মী রফিকুল ইসলাম শাকিল এবং রাজন তালুকদারের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

বিচারক মোহাম্মদ রুহুল কুদ্দুস এবং বিচারক ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ (৬ আগস্ট) বিকেলে এই রায় ঘোষণা করেন।

এর আগে মৃত্যুদণ্ড পাওয়া মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন এবং নূর-এ-আলম লিমনকে যাবজ্জীবন দেওয়া হয় আজকের রায়ে।

এদের মধ্যে রাজন এবং লিমন পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া অপর দুজন আসামি মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কাইয়ুম মিয়া টিপুকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। এছাড়াও, যাবজ্জীবন পাওয়া দুজন আসামিকেও খালাস দিয়েছেন আদালত।

২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা হরতালের সময় রাজধানীর বাহাদুর শাহ পার্কের কাছে ককটেল বিস্ফোরণের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সদস্যরা পিকেটার সন্দেহে আমন্ত্রণ ট্রেইলার্সের মালিক বিশ্বজিৎ দাসকে (২৪) কুপিয়ে হত্যা করে। বিশ্বজিৎ সে সময় সে পথ দিয়ে যাচ্ছিল। পরিবারের দাবি সে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলো না।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Govt at it again, plans to promote retirees

"A list of around 400 retired officials is currently under review though it remains unclear how many of them will eventually be promoted"

6h ago