‘৩ মাসে বন্দুকযুদ্ধ, পুলিশের হেফাজতে ৫৯ জনের মৃত্যু’
গত তিন মাসে বন্দুকযুদ্ধে ও পুলিশের হেফাজতে ৫৯ জনের মৃত্যু হয়েছে বলে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের এক প্রতিবেদনে আজ বলা হয়।
নিহতের মধ্যে র্যাবের হাতে সাতজন, পুলিশের হাতে ৩১ জন এবং গোয়েন্দা সংস্থার হাতে ছয়জন মৃত্যু বরণ করেন। এছাড়াও, পুলিশের গুলিতে আরও ১০ জনের মৃত্যু হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে একই সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২৫ জনকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
এতে উল্লেখ করা হয়, “এঁদের মধ্যে চারজন ফিরে এসেছেন এবং একজনকে মৃত উদ্ধার করা হয়।”
সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টগুলোর ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে বেসরকারি মানবাধিকার সংগঠনটি জানায়।
Comments