“একই মনোভাব নিয়ে আমরা দ্বিতীয় টেস্টে খেলবো”
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ২০ জানুয়ারি শুরু হতে যাচ্ছে স্বাগতিকদের বিরুদ্ধে সফরকারী বাংলাদেশ দলের দ্বিতীয় এবং শেষ টেস্ট। দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের আশা ওয়েলিংটনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরাজয়ের পুনরাবৃত্তি ঘটবে না সফরের শেষ ম্যাচে।
তাঁর মতে, দলের খেলোয়াড়রা মানসিকভাবে অনেক শক্ত রয়েছে এবং খেলায় ফিরতে চায়।
কোচের কাছে জানতে চাওয়া হয়, দেশের মাটিতে ইংল্যান্ডের বিরদ্ধে বাংলাদেশ দল যেভাবে খেলায় ফিরে এসেছিল তেমনটি ঘটা সম্ভব কিনা। হাথুরুসিংহের উত্তর, “ইংল্যান্ডের বিরদ্ধে বাংলাদেশ দলের সেই খেলাটি আমাদের ভিতরে আশা জাগায়। আর যদি তেমনটি করতে পারি… সময়ই বলে দিবে… আসলে আমাদের ওরকম করার চেষ্টা ও পরিকল্পনা রয়েছে।”
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্টে অনেক ভালো দিক রয়েছে বলে মনে করেন দলের কোচ। কেননা, ম্যাচে প্রায় চারদিন আধিপত্য ধরে রেখেছিল সফরকারীরা।
“গত ম্যাচে অনেক ইতিবাচক দিক রয়েছে। আমরা খেলা শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে পর্যন্ত এগিয়ে ছিলাম। ঠিক একই মনোভাব নিয়ে আমরা দ্বিতীয় ম্যাচেও খেলবো।”
শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার আশা করছেন, ক্রাইস্টচার্চের পিচটাও বাউন্সের জন্য উপযুক্ত হবে এবং দলের সেই প্রস্তুতিও রয়েছে। “গত ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা ভালো করেছিল। যদি দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং আগে পাই তাহলে গত ম্যাচের চেয়ে নতুন ম্যাচটা আরও বেশি ভালো হবে।”
খেলোয়াড়দের ইনজুরি নিয়ে হাথুরুসিংহে বলেন, “হ্যাঁ, এটা একটি উদ্বেগের বিষয় কিন্তু সেগুলো ছিলো দুর্ঘটনা। খুব পরিশ্রম বা চাপের কারণে এই ইনজুরি হয়নি। দীর্ঘদিন থেকেই আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গণে এটি একটি স্বাভাবিক ঘটনা।”
বিরূপ আবহাওয়াকে কোন প্রতিকূলতা হিসেবে দেখতে নারাজ হাথুরুসিংহে। তিনি মনে করেন শীতপ্রধান দেশের খেলোয়াড়রা এই উপমহাদেশের উষ্ণ আবহাওয়াকেও বৈরি পরিবেশ মনে করে।
Comments