শিক্ষা সফরে ইউরোপে গেছেন জ্যাক মা

চীনা বাণিজ্যিক প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা শিক্ষা সফরে ইউরোপে গেছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে আজ মঙ্গলবার রয়টার্স এ খবর জানিয়েছে।
গত এক বছরের মধ্যে চীনা এই ধনকুবেরের এটিই প্রথম বিদেশ সফর।
ওই প্রতিবেদনে বলা হয়, জ্যাক মা কৃষি ও প্রযুক্তি সম্পর্কিত পরিবেশগত বিষয়গুলো বুঝতে একটি শিক্ষা সফরে স্পেনে গেছেন।
গত বছর একটি বক্তৃতায় প্রকাশ্যে চীনের নিয়ন্ত্রণ ব্যবস্থার সমালোচনার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ইউরোপে যাওয়ার আগে জ্যাক মা 'ব্যক্তিগত সময়' কাটাতে হংকংয়ে অবস্থান করছিলেন।
তবে, আলিবাবা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
Comments